চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সুদীপ্ত হত্যা মামলার আসামি মোর্শেদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক

৩ মার্চ, ২০২১ | ৭:৫৬ অপরাহ্ণ

নগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার সন্দেহভাজন আসামি মো. নিয়াজ মোর্শেদ আদালতে আত্মসমর্পণ করেছে। বুধবার (৩ মার্চ) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

মো. নিয়াজ মোর্শেদ মিরসরাই পৌরসভার মঘাদিয়া এলাকার মোল্লা বাড়ির মো. আবুল হাসেমের ছেলে।

আসামি পক্ষের আইনজীবী বাবুল দাশ বলেন, ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার সন্দেহভাজন চার্জশিটভুক্ত ২২ নম্বর আসামি মো. নিয়াজ মোর্শেদ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য,  ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মামলাটি তদন্তের জন্য পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট