চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্ষুদে বিজ্ঞানী নোবেলের জাতীয় পুরস্কার লাভ

নিজস্ব সংবাদদাতা , লোহাগাড়া

২২ জুন, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার সন্তান, উদীয়মান ক্ষুদে বিজ্ঞানী জাহেদ হোসাইন নোবেল গত ১৬ জুন প্রথম রোবট ফোর্স আবিষ্কার করে জাতীয় পুরস্কার লাভ করেছেন। তার উদ্ভাবিত প্রজক্টের নাম লাইফ সেভিং ড্রোন। এ রোবট ফোর্সের মাধ্যমে অগ্নিনির্বাপণ, অগ্নিকা- থেকে মানুষকে বাঁচানো এবং অগ্নিকা-ের স্থানে দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো সম্ভব হবে। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া গ্রামের চুন্নু মিয়া বাড়ীর মরহুম জাকের হোসাইন কোম্পানির ২য় পুত্র। তথ্যানুন্ধানে জানা গেছে, প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেল শৈশবকাল থেকে লেখা পড়ার প্রতি খুবই মনযোগী ছিলেন। নিজ এলাকায় প্রাথমিক শিক্ষা শেষে করে অত্র উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে তিনি কৃতিত্বের অধিকারী হন। ২০১৫ সালে সেপ্টেম্বর মাসে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স বিভাগে ভর্তি হন। তাঁর স্বপ্ন ও চিন্তা ভাবনা ছিল দেশ ও জাতির জন্য কিছু করা। ফলে তিনি তৃতীয় সেমিস্টারের পর থেকে গবেষণা শুরু করেন ড্রোন নিয়ে। অবশেষে তিনি জীবন সংগ্রামে জয়ী হন। কৃতিত্বের সহিত ৭টি পর্ব শেষ করেন।
তথ্যসূত্রে আরো জানা গেছে, প্রকৌশলী জাহেদ হোসেন নোবেলের প্রথম উদ্ভাবিত লাইফ সেভিং ড্রোন প্রজেক্টটি স্কিল কম্পিটিশন’১৭তে ইনস্টিটিউট পর্যায়ে প্রথম স্থান লাভ করে। একই সালে লাইফ সেভিং ড্রোন প্রজেক্টটি স্কিল কম্পিটিশন’ ১৭ তে আঞ্চলিক পর্যায়ে তৃতীয় স্থান লাভ করে। একই সালে প্রজেক্টটি ঢাকায় অনুষ্ঠিত আইসিটি এক্সপো-২০১৭ সালে বাংলাদেশ জাতীয় পর্যায়ে ৭ম স্থান লাভ করে। এরপর ২০১৮ সালে তার দ্বিতীয় উদ্ভাবিত বাংলাদেশ রোবট ফোর্স প্রজেক্টটি স্কিল কম্পিটিশন-২০১৮তে ইনস্টিটিউট পর্যায়ে প্রথম স্থান, স্কিল কম্পিটিশন- ২০১৮ তে চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে প্রথম স্থান, চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৮ তে প্রথম স্থান এবং সর্বশেষ জাতীয় স্কিল কম্পিটিশন ২০১৮ তে তৃতীয় স্থান লাভ করে। গত ১৬ জুন তার এ কৃতিত্বের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, গত ১৬ জুন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় স্কিল কম্পিটিশনের চুড়ান্ত পর্যায়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট