চট্টগ্রাম সোমবার, ০৬ মে, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে নির্বাচনী প্রচারণায় হামলা, নারীসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২১ | ২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অজয় দত্তের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জোয়ারা হিন্দুপাড়া রোডে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মানিক (২৬), দ্বীপ চৌধুরী (৩০), তমা দাশ (২৪), ইমন ঘোষ (২০), মিন্টু দত্ত (৭০), নয়ন সাত্তার (১৯) ও সুপর্ণা দত্ত (৩০)। তাদের চন্দনাইশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।

এ বিষয়ে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী অজয় দত্ত বলেন, ‌‘আমি নির্বাচনী প্রচারণায় বের হলে আমার বাড়ির সামনে আরেক কাউন্সিলর প্রার্থী সুজয় সরকার পূর্বপরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার পূর্বকোণকে বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মানিক নামের এক যুবক বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে।

পূর্বকোণ/এএ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট