চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যাত্রীবেশে দীর্ঘদিন আগ্নেয়াস্ত্র পরিবহন, শেষমেষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২১ | ১১:২১ অপরাহ্ণ

নগরীর ইপিজেডে ৬ টি শর্টগানের কার্তুজ ও একটি এলজি পরিবহনের সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

 

আজ শনিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ টায় ইষ্টার্ন রিফাইনারী নতুন রাস্তার মুখ থেকে তাকে গ্রেপ্তার করে ইপিজেড থানা পুলিশ।

 

গ্রেপ্তার মো. মারুফ (২০) আনোয়ারা উপজেলার ১১ নম্বর ইউনিয়নের মো. রফিকের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানা ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া পূর্বকোণকে বলেন, ‘যাত্রীবেশে একটি লাল রংয়ের শপিং ব্যাগে গেঞ্জি দিয়ে মুড়িয়ে আগ্নেয়াস্ত্র পারিবহনকালে মারুফকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬ টি শর্টগানের কার্তুজ ও একটি এলজি উদ্ধার করা হয়। ’

 

ওসি আরও বলেন, মারুফ ও তার এলাকার মো. আরিফ (২০) নামের এক যুবক গত ৩ মাস যাবত আনোয়ারার এক মহিলার কাছ থেকে এসব অস্ত্র পতেঙ্গার ফাতেমা গলির কাদেরের নির্দেশে একই এলাকার মিন্টুর কাছে জমা রাখতো। আবার কিছুদিন পর এসব অস্ত্র মিন্টু কিংবা কাদের থেকে আনোয়ারার ওই মহিলার কাছে ফেরত দিয়ে আসতো। তবে আজ এ গল্পের ইতি টানলো পুলিশ।

 

তিনি আরও বলেন, অস্ত্র পরিবহণের দায়ে মারুফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট