চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৫৩৩ কোটি টাকার ইয়াবা ধ্বংস কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২১ | ৭:২৪ অপরাহ্ণ

কক্সবাজার ৫৩৩ কোটি টাকার ইয়াবা পানিতে গুলিয়ে ধ্বংস করা হয়েছে।  আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

জব্দ করা প্রায় ৫৩৫ কোটি টাকার মাদকের মধ্যে সবচেয়ে বেশি ১ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ১১২টি ইয়াবা, যার মূল্য প্রায় ৫৩৩ কোটি ২৭ লাখ টাকা। মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় এগুলো জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ । অন্যান্য মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭ শত ৩৬ লিটার বাংলা চোলাই মদ, ১৫ দশমিক ৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭ শত ৫০ পাতা সেডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা জোলিয়াম ট্যাবলেট।

অনুষ্ঠানের শুরুতে চেকপোস্টের কার্যক্রমের উপর ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট