১৮ জুন, ২০১৯ | ২:২৪ অপরাহ্ণ
পূর্বকোণ ডেস্ক
মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকির হাটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশন অফিসার তানভির আহমেদ বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসেরে ২টি অগ্নিনির্বাপক গাড়ি পাঠানো হয়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুনে ১টি কাঠের দোকান, ১টি চায়ের দোকান, ১টি মুদির দোকানসহ ৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসেবে এতে ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
পূর্বকোণ/ময়মী