চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ উপেক্ষিত : ইসলামিক ফ্রন্ট

১৬ জুন, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব¡ আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বাজেট প্রতিক্রিয়ায় বলেন, উচ্চবিত্ত শ্রেণিকে প্রাধান্য দিয়ে সরকারের প্রস্তাবিত বিশালাকারের এ বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের স্বার্থ অনেকটা উপেক্ষিত হয়েছে। কৃষিনির্ভর এদেশে কৃষিখাতের উন্নয়নে বিশেষ কোন প্রণোদনা ঘোষিত হয়নি।
নামমাত্র করের পরিধি বৃদ্ধি করে অধিকতর করারোপের বিষয়টি জাতীয় অর্থনীতিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে মত প্রকাশ করে নেতৃদ্বয় আরও বলেন,- ব্যাংকিং সেক্টরে বিদ্যমান নৈরাজ্য বন্ধে উল্লেখযোগ্য কোন ইতিবাচক পদক্ষেপের প্রস্তাবনা নেই। শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির প্রস্তাবনা থাকলেও তা কিন্তু গতানুগতিক।
যেকারণে মানব সম্পদ উন্নয়ন ব্যাহত হওয়ার সমূহ আশংকা রয়েছে। এছাড়াও বাজেটে ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের উৎসাহিত করার ক্ষেত্রে উদাসীনতা পরিলক্ষিত হয়েছে। অতএব ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বিশালাকারের এ বাজেট বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট