চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের কাঁচাবাজারে পড়েনি বাজেটের প্রভাব

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০১৯ | ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের কাঁচাবাজারে এখনও পড়েনি বাজেটের প্রভাব। নগরের কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, সবজি-মাছ ও মাংসের দাম এখনও ক্রেতাদের নাগালের মধ্যেই আছে। তবে দ্রুত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্রেতারা।
কাজীর দেউড়ি বাজারে সবজির যথেষ্ট সরবরাহ থাকলেও দাম একটু বেশি। সেই তুলনায় চকবাজার ও রেয়াজউদ্দীন বাজারে সবজির দাম তুলনামূলক কম।
রেয়াজউদ্দীন বাজারে অধিকাংশ সবজি কেজিপ্রতি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিংগা, ঢেঁড়শ, শসা, লাউ, চিচিঙ্গা, তিতকরলা, পেঁপের দাম প্রায় অভিন্ন। মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকায় মিলছে সবগুলো কাঁচাবাজারে। এছাড়া বড় আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকায়।
কাজীর দেউড়ি মাছের বাজারে বড় ইলিশ কেজিপ্রতি ১৬শ’ টাকা এবং ছোট ইলিশ কেজিপ্রতি ১৩শ’ টাকা, সুরমা ৫৫০ টাকা, রূপচাঁদা ৮শ’-১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য মাছের বাজারে আকারভেদে প্রতি কেজি রুই মাছ ২৫০-৩শ’, কোরাল ৬শ’ টাকা, কাতলা ৩শ’-৩৫০, রূপচাঁদা ৭শ’-১ হাজার টাকা, সুরমা সাড়ে ৪ শ’ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০, কই মাছ ২শ’ টাকা, শিং মাছ ৪শ’-৫শ’, চিংড়ি ৪শ’-৮শ’ টাকা, সিলভার কার্প ২শ’-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ফার্মের মুরগি কেজিপ্রতি ১৬০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা, সোনালি মুরগি ২৪০-২৫০ টাকা এবং দেশি মুরগি ৪৮০ টাকা।
গুঁড়ো দুধ ও চিনির ওপর এবারের প্রস্তাবিত বাজেটে শুল্ক বাড়ানোয় বেড়েছে এসব পণ্যের দাম। পেঁয়াজ ৩২-৩৪ টাকা, রসুন ও আদা (চায়না) কেজিপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট