চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিশ্ব রক্তদাতা দিবস

স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দিল ’কণিকা‘

১৪ জুন, ২০১৯ | ১০:০৪ অপরাহ্ণ

স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদানের মাধ্যমে ‘কণিকা’র বিশ্ব রক্তদাতা দিবস ’১৯ পালন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে লায়ন্স অডিটোরিয়ামে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা-২০১৯ আয়োজন করেছে কণিকা। “সৃষ্টির জন্য ভালোবাসা” শ্লোগান কে ধারণ করে ২০১২ সালে তিন তরুণের হাত ধরে গড়ে উঠে “কণিকা-একটি রক্তদাতা সংগঠন”। যা একটি সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতি বছর ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা ও বিভিন্ন কর্মসূচী পালন করে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় অত্র অনুষ্ঠানে কণিকা সহ বিভিন্ন সংগঠন হতে “কণিকা সর্বোচ্চ রক্তদাতা”,“কণিকা নতুন রক্তদাতা”, “কণিকা বর্ষসেরা রক্তদাতা”, এবং সুপার ডোনার সহ মোট ৭০ জন স্বেচ্ছায় রক্তদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাসরোধে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা প্রদান করা হয় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন পিপিএম কে। বাংলানিউজটুয়েন্টিফোর.কম -এর স্টাফ করেস্পন্ডেন্ট সিফায়াত উল্লাহ সিফাতকে স্বেচ্ছায় রক্তদানে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ, উপ-পুলিশ কমিশনার জনাব এস এম মোস্তাইন হোসাইন বিপিএম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ। আলোচক হিসেবে ছিলেন চমেক এর রক্তরোগ বিভাগের অধ্যাপক ডা. শাহেদ আহমদ চৌধুরী এবং চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ। ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ তার বক্তব্যে বলেন, “রক্তদানে সচেতনতা সৃষ্টিতে কণিকার ভূমিকা অপরিসীম। রক্তদানের মত মহৎ কাজে সকলকে এগিয়ে আসতে হবে, এই ধরনের মানবিক কাজে যারা নিজেকে নিয়োজিত রাখে তারা কখনো মাদকাসক্ত হতে পারেনা, সর্বোপরি সমাজ গঠনে ভূমিকা রাখায় ‘কণিকা’ কে ধন্যবাদ জানাই।” এছাড়াও সম্মানিত আলোচক ডা. শাহেদ আহমদ চৌধুরী বলেন, “যুব সমাজ যত বেশি এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসবে ততই অপরাধ দিন দিন কমতে থাকবে, কণিকার এই ধরনের আয়োজনে আমি সব সময় পাশে থাকবো”। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সায়েম, তিনি সকল উপস্থিত অতিথিবৃন্দ ও স্বেচ্ছায় রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সবাইকে এভাবেই কণিকার পাশে থাকার অনুরোধ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাবিলা আফরোজ এবং তাসলিমা আক্তার পপি।

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট