চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

নিজস্ব সংবাদদাতা , কক্সবাজার

১৩ জুন, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় বন্য হাতির আক্রমণে কালা মিয়া (৮২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জানারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা মিয়া ওই এলাকার বাসিন্দা মৃত নজির আহাম্মদের ছেলে। নিহতের ছেলে ছৈয়দ হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সে তাহাজ্জদ নামাজের উদ্দেশ্যে তার বাড়ির পার্শ্ববর্তী একটি টিউবওয়েল থেকে পানি সরবরাহ করতে গেলে বন্য হাতির কবলে পড়ে। সকালে স্থানীয়দের সহযোগিতায়

ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান। স্থানীয়ররা জানায়, জানার ঘোনায় গত এক বছর ধরে ৫ গ্রামে অন্তত ২০ হাজার মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে বন্য হাতি। এর আগে ওই এলাকায় হাতির আক্রমণে মুফিজুর রহমান নামে একজন নিহত হয়েছিলেন। স্থানীয় যুবক ইদ্রিস জানান, দিনের বেলায় হাতি চাইন্দাঘোনা পাহাড়ের গহীনে লুকিয়ে থাকলেও রাত পোহালেই চলে আসছে লোকালয়ে। হাতির তা-ব ঠেকাতে গ্রামে গ্রামে রাত জেগে পাহারাও বসিয়েছিলেন এলাকাবাসী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট