চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরকারী আসামি ‘বন্দুকযুদ্ধে ‘ আহত

পূর্বকোণ ডেস্ক

১০ জুন, ২০১৯ | ১২:৫৫ অপরাহ্ণ

নগরীর বায়োজিদ বোস্তামীর চৌধুরীনগরের হাসান সাহেবের খামার বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ জসিম পাটোয়ারী প্রকাশ পানি জসিমকে (৪১) গ্রেপ্তার করেছে বায়োজিদ থানা পুলিশ।

রবিবার (৯ জুন) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে বায়োজিদ থানা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তাকে আগেই চান্দগাঁও থেকে আটক করা হয়েছিল।

বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার পূর্বকোণকে বলেন, জসিমকে নগরীর চান্দগাঁও থেকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। পরে তার দেয়া তথ্য মতে দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে বায়োজিদ বোস্তামীর চৌধুরী নগরের হাসান সাহেবের খামার বাড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে  তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায়  জসিমকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি কিরিচ, ১টি ধামা, ১টি চাপাতি, ৬টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

আতাউর রহমান আরো জানান, পানি জসিমের নামে বায়োজিদ থানায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুরের মামলা ছিল।

এ ঘটনায় পানি জসিমের বিরুদ্ধে ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট