চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সাতকানিয়ায় পৌরকাউন্সিলর পদে উপ-নির্বাচন

মনোনয়ন প্রত্যাহার করেননি ৭ প্রার্থীই, আজ প্রতীক বরাদ্দ

সুকান্ত বিকাশ ধর হ সাতকানিয়া

১০ জুন, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে শূন্য আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল (রবিবার) ৭ প্রার্থীর মধ্যে কোন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আজ (সোমবার) চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফেজ আবদুল মালেক অসুস্থতা জনিত কারণে গত বছরের ২৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে তাঁর আসনটি শূন্য হয়। ফলে নির্বাচন কমিশন এ শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ২১ মে তফসিল ঘোষণা

করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২৭ মে। বাছাই ২৮ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল ৯ জুন এবং ২৪ জুন অনুষ্ঠিত হবে উপ-নির্বাচন। গতকাল (রবিবার) প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও ৭ প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বর্তমানে বহাল থাকা কাউন্সিলর প্রার্থীরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজি সরওয়ার কামাল, মো. আরিফুল ইসলাম, মো. ফরিদুল আলম, মো. ইদ্রিছ বাবুল, মো. নুরুন্নবী, মো. নূর নাসিম ও মো. হারুনুর রশিদ।
এ উপ-নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মনিরুল ইসলাম খাঁন ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসার শেখ মো. ফরিদ।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার শেখ মো. ফরিদ বলেন, গতকাল (রবিবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ প্রার্থীর মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এছাড়া আজ (সোমবার) চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসে কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করবো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট