চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

১০ হাজার ইয়াবাসহ বাস চালক আটক ফিরিঙ্গীবাজারে

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

নগরীর ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবদুর রশিদ জিলাদার (৪০) নামে একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার (৯ জুন) ভোররাতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবদুর রশিদ জিলাদার বগুড়া এলাকার কাহারু পিইকর এলাকার দিরাজ উদ্দীন

জিলাদারের ছেলে। তিনি নিজেই এই গাড়ির মালিক বলে জানায় পুলিশ।
বাসের ড্রাইভিং সিটের নিচে ইয়াবা লুকিয়ে কক্সবাজার থেকে বগুড়া নিয়ে যাচ্ছিল ড্রাইভার রশিদ জিলাদার, জানিয়েছেন নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) হুমাযুন কবির। তিনি পূর্বকোণকে বলেন, কক্সবাজার থেকে আলিফ পরিবহনের বাসটি ইয়াবাসহ বগুড়া যাওয়ার সময় ফিরিঙ্গীবাজার এলাকার ব্রিজঘাট থেকে রশিদ জিলাদারকে আটক করা হয়। ইয়াবাগুলো বাসের সিটে সুকৌশলে সাজিয়ে রেখেছিল রশিদ।
হুমায়ুন কবির আরো জানান, এই পরিবহনটি অনেকদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে যেত। কোন যাত্রী না নিয়ে গাড়িটিতে রিজার্ভ স্টিকার লাগিয়ে রাখত যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পায়। এর আগেও রশিদ কক্সবাজার থেকে অনেকবার ইয়াবা নিয়ে গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট