চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২০ | ৫:১৭ অপরাহ্ণ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। সাংবাদিক বিপ্লব দে আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন। পরে আদালত চট্টগ্রামের গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটির তদন্তের নির্দেশ দেয়। বাদির আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, শুনানি শেষে নির্দেশ দেয়া হয়।

মামলার আর্জিতে বলা হয়, গত ৯ আগস্ট ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি সমাবেশে সনাতন ধর্মে আঘাত দেয়ার অভিপ্রায়ে আপত্তিকর কথা বলেন। পরে তা বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে বাদি জানতে পারেন। মহাভারত সনাতন ধর্মীয় দর্শনের ভিত্তি হিসেবে গণ্য হয়। মহাভারত ও রামায়ণ সম্পর্কে জনসমক্ষে ও প্রকাশ্যে বক্তব্য দেয়ায় হিন্দুধর্মের অগণিত অনুসারীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

মামলার বাদি বিপ্লব দে বলেন, ডা. জাফরুল্লাহর চৌধুরীর মতো একজন সম্মানিত ব্যক্তি একটি ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিতে আঘাত আনার অভিযোগে মামলাটি করা হয়েছে।

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট