চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আঞ্জুমান-এ জাহাঁগিরিয়ার সেমিনারে হুইপ সামসুল হক

মানুষের কল্যাণে যুগে যুগে বার্তা পৌঁছে দিয়েছে সুফিবাদ

২৭ মে, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

আঞ্জুমান-এ জাহাঁগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া ট্রাস্টের উদ্যোগে গত ২৫ মে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সামসুল হক চৌধুরী এমপি বলেছেন, সুফিবাদ যুগে যুগে মানুষ ও মানবতার কল্যাণের জন্য বার্তা পৌঁছে দিয়েছে। অসাম্প্রদায়িক চিন্তায় তাদের ধারণাগুলো মানুষকে ইহকাল ও পরকালের মুক্তির পথ দেখিয়েছে। হিতাহিত ন্যায়-অন্যায়গুলো বুঝার জন্য সুফিবাদ ও সুফিতত্ত্ব মানুষকে আলোর ঠিকানা ও পথ দেখিয়েছে। ভারতীয় উপমহাদেশের সুফিবাদ তরিকার অন্যতম জাহাঁগিরিয়া তরিকা মানুষকে সেই আলোর পথ দেখিয়েই চলেছে। চন্দনাইশের ঐতিহ্যবাহী শাহসুফি দরবার শরীফ সুফিবাদের একটি আলোর ঠিকানা। শাহসুফি আমজাদ আলী (র.), শাহসুফি মমতাজ আলী (র.) এর দেখানো পথ আজও সমাজের প্রতিটি মানুষকে নিবেদিতভাবে আহ্বান করছে পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি। সেমিনার উদ্বোধন করে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, জাহাঁগিরিয়া মমতাজিয়া দরবার শরীফ ও তাঁদের পীরমুর্শিদগণ যুগে যুগে মানুষকে সত্যপথের আহ্বান করেই চলেছে। এই আহ্বানের মধ্য দিয়ে মানুষ আখেরাত ও পৃথিবীর সত্য-সুন্দর বসবাস এবং মুক্তির পথ খুঁজে পাচ্ছে। আজকের এই সেমিনার সুফিবাদ ও মানবতাবাদের মুক্তির একটি অন্যতম নিদর্শন। জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী মমতাজি (মা.জি.আ)’র সভাপতিত্বে এ সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রধান নির্বাহী শাহজাদা মাওলানা মোহাম্মদ মতি মিয়া মনসুর। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়্যদ আবদুল্লাহ আল মারুফ। আলোচক ছিলেন মহাকাশবিদ্যা বিষয়ক বিশেষজ্ঞ এয়ার কমোডর (অব.) ড. সৈয়্যদ জিলানী মাহবুবুর রহমান পিএসসি, পি.ইঞ্জি.। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ মনজুর আলী, সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম শমসের আলী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী, মোহাম্মদ আলমগীর, মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি, মাস্টার আবুল হোসেন, শাহাজাদা মাওলানা মনজুর আলী মমতাজি, ইকবাল মোজাদ্দেদী, চন্দনাইশের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, কাঞ্চনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, চেয়ারম্যান আবদুস সুক্কুর, এম.এম মোর্শেদ আলী, অধ্যক্ষ এ কে এম খারুল্লাহ, মাওলানা মো. গোলাম রব্বানী মমতাজি, মাওলানা মো. রেজাউল করিম মমতাজি, মেজর (অব.) আদনান নবীন, মাওলানা গোলাম রাব্বানী প্রমুখ। সেমিনার বিশেষ মোনাজাত করেন পীর সাহেব সৈয়দ শাহসুফি মোহাম্মদ আলী শাহ মমতাজি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট