চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে তিনজন আইসোলেশনে, পরিবার হোম কোয়ারেন্টাইনে

সংবাদদাতা কর্ণফুলী

৫ এপ্রিল, ২০২০ | ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের দামপাড়ায় করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংস্পর্শে আসায় ন্যাশনাল হসপিটালের ল্যাবে কর্মরত তিন টেকনিশিয়ানকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দিয়েছে প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তিনজনের বাড়িতে গিয়ে প্রশাসনের লোকজন এ নির্দেশনা দেন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে প্যাথলজিকাল টেস্টের স্যাম্পল ও এক্স-রে করার সময় ওই তিনজন তার সংস্পর্শে আসেন। তিন টেকনিশিয়ান এখন ন্যাশনাল হসপিটালে আইসোলেশনে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মো. নোমান হোসেন পূর্বকোণকে বলেন, ‘সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণ হওয়া ব্যক্তির সংস্পর্শে আসায় ন্যাশনাল হসপিটালের ল্যাবে কর্মরত তিন টেকনিশিয়ানকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’

কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদশর্ক( এসআই) মো. নাছির উদ্দিন পূর্বকোণকে বলেন, ‘তিন পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এ সময়ে যদি তাদের কোন কিছু প্রয়োজন পড়ে তখন আমাদের ফোন করলে আমরা ব্যবস্থা করে দিব।’

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট