চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

গরীবদের মধ্যে সুষ্ঠুভাবে যাকাত বণ্টন করা হলে সমাজে দরিদ্রতা থাকবে না

পূর্বকোণ ডেস্ক

২৫ মে, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

বিভিন্নস্থানে আয়োজিত পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিলের আলোচনা সভায় বক্তারা বলেন, গরীবদের মধ্যে সুষ্ঠুভাবে যাকাত বন্টন করা হলে সমাজে দারিদ্র্যতা থাকবে না।
উত্তর পাঠানটুলী : শিক্ষা উপমন্ত্রী নওফেলের পক্ষে গত বৃহস্পতিবার গরীব দুঃখী জনগণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের জাবেদ টাওয়ারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেকান্দর মিয়া। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, দোস্ত মোহাম্মদ, হারুবুর রশীদ, ওয়াহিদুর রহমান মোহছেন, রহিম দাদ খান বাদশা, নুর আলী ডিবল, রনি, রাকিব হায়দার, আজমল খান প্রমুখ।
আনজুমানে রজভীয়া নূরীয়া : আনজুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী বলেন, যাকাত হলো অন্যতম মৌলিক ইবাদত যা সম্পদকে পরিশুদ্ধ করে। সঠিকভাবে যাকাত আদায় করলে মুসলমানরা গরীব থাকতে পারে না। মুসলমানদের উচিত ইসলামী বিধান অনুযায়ী হিসাব মতো যাকাত দেয়া। ধনীদের কাছ থেকে যাকাত তুলে গরীবদের মধ্যে সুষ্ঠুভাবে যাকাত বণ্টন করতে পারলে কোন মুসলমান সমাজে কোন দরিদ্র থাকবে না। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম ওয়াসা এইচ কেয়া ভবনে আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ মহানগরের উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের মহানগর সভাপতি আলহাজ মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী। সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্জুমানে রজভীয়া নূরীয়া কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ কাজী মুহাম্মদ ফোরকান রেজা। তিনি বলেন, যৌতুক ও মাদকবিরোধী আন্দোলনে আলেম সমাজের অহংকার আল্লামা নূরীর দ্বীনি দায়িত্ববোধ ও মানবিক মমত্ববোধ দেখে আমরা অনুপ্রাণিত হই। তাঁর মতো উলামা মাশায়েখরা নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ দরবার ও খানকাহ থেকে এ ধরনের সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে গেলে যৌতুক-মাদকসহ সব ধরনের অপরাধ প্রবণতা থেকে আমরা রেহাই পেতাম। প্রধান বক্তা ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আলহাজ আব্দুর রশিদ দৌলতি। উপস্থিত ছিলেন মুহাম্মদ মিয়া জুনায়েদ, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ হাসান আলী, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ছৈয়দুল হক, মুহাম্মদ নূর উন নঈম রিমন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ ছালামত রেযা, আবু গালেব মুহাম্মদ রায়হান নূরী, মুহাম্মদ রাশেদ প্রমুখ।
চট্টগ্রাম আইনজীবী সমিতি : পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এএসএম বদরুল আনোয়ারের সভাপতিত্বে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা, ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ, ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ফেরদৌস আরা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মো. দেলোয়ার হোসেন চৌধুরী, সমিতির সিনিয়র সভাপতি মো. ইছহাক, সহ সভাপতি মো. রফিকুল আলম, সমিতির সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী, মুজিবুল হক. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, আবদুর রশীদ, মো. এনামুল হক এবং সমিতির কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ ফারুকী, অর্থ সম্পাদক রফিকুল আলম, পাঠাগার সম্পাদক ভাস্কর রায় চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জেবুন নাহার লীনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে মো. আলী ইয়াছিন, মো. জাহিদুল ইসলাম চৌধুরী, পাইরিন আকতার, মো. আরিফ উদ্দীন চৌধুরী, জয়নাল আবেদীন (স¤্রাট), মোহাম্মদ আফজাল হোসাইন, মো. শাহেদ উল আলম সাইমন, মো. নাছির উদ্দীন রুবেল, আবদুল জব্বার, মো. রিয়াদ উদ্দীনসহ সহ বিপুল সংখ্যক আইনজীবী। রমজানের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন মৌলানা ইয়াহিয়া প্রমুখ।
তাজকিয়া : তাজকিয়া সংগঠনের সভাপতি আর মেহবুবের সভাপতিত্বে সম্প্রতি নগরীর হামজারবাগস্থ গাউসিয়া হক ভা-ারী খানকাহ শরিফের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে তাজকিয়া মহানগর জোনের যুগ্ম সচিব সাদ ইবনে আলমের সঞ্চালনায় কুরআন তিলওয়াত করেন সদস্য রাফিকুল ইসলাম, নাতে রাসুল (স.) পরিবেশন করেন ওবাইদ জাহাঙ্গীর নাঈম, মাইজভা-ারী কালাম পরিবেশন করেন মো. মিনহাজ। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরেফিন রিয়াদ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি অধ্যাপক এ ওয়াই এম জাফর, রমজানের তাৎপর্য ও বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে প্রেজেন্টেশন করেন হাটহাজারী জোনের আহবায়ক ফয়েজুল ইসলাম। ঐতিহাসিক বদর দিবস নিয়ে আলোচনা করেন সদস্য মো. মিনহাজ চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া উপদেষ্টা প্রফেসর মীর মুহাম্মাদ তরিকুল আলম, শওকত হোসাইন, আসিফ আমান শাফায়েত, তাজকিয়া সহ-সভাপতি মোজাম্মেল আহমেদ, রিয়াজ উদ্দিন, তাজকিয়া যুগ্ম সম্পাদক আবু সালেহ সুমন, অর্থ ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন জয়, গবেষণা সম্পাদক ইসরাক আহমেদ, তাজকিয়া কেন্দ্রীয় সদস্য জয়নাল, শরাফ উদ্দিন রাসেলসহ বিভিন্ন শাখার কমিটির নেতৃবৃন্দ।
মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি : সংগঠনের ফতেয়াবাদ শাখার উদ্যোগে এতিম, দুঃস্থ ও গরীদের মাঝে বস্ত্র বিতরণ, ইফতার মাহফিল ও আলোচনা সভা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মো. ওমর ফারুক চৌধুরীর পরিচালনায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন চিকদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু। প্রধান বক্তা ছিলেন মাওলানা হাবিবুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আবু তাহের মেম্বার, মুছা কোম্পানি, মো. কাজি শওকত আকবর, মাওলানা আখতার হোসাইন, শওকত আলী, আবুল হাসেম চৌধুরী, আবুল কালাম, আলী মাসুদ, শাহানুর চৌধুরী, আর.কে. মুহুরী, মোরশোদ মেম্বার, আলাউদ্দিন সোহেল। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মফজল আলম, রফিকুল ইসলাম নেজামী।
আলোকিত সমাজ : বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফরিদ মাহমুদ বলেন, বাঙালির গর্ব করার মতো অনেক ইতিহাস আছে। আমরা ভাষা আন্দোলন করেছি, স্বাধীনতা সংগ্রাম করেছি, সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা হলেও অনেক মানুষের ছোট্ট এদেশে সে সমস্যা হয়নি। এখন আমরা দরিদ্রতা, অশিক্ষার বিরুদ্ধে সংগ্রাম করছি। এতো সংগ্রাম করার পরও কিছু সামাজিক অবক্ষয়ের কাছে আমরা পরাজিত হতে পারি না। আমাদেরকে অবক্ষয়মুক্ত সমাজ গড়তে হবে। সমাজের আলোকিত মানুষের পক্ষেই তা সম্ভব। আমাদের আলোকিত সমাজ চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর সমাদর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী কামালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সদস্য সৈয়দ আমিনুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ারর্দী, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, নগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমী। এসময় আলোচনায় অংশ নেন নজরুল ইসলাম, জহির উদ্দিন সুমন, শহীদুল ইসলাম শহীদ, ইয়াছিন ভূঁইয়া, বাবু ভৌমিক, মোশাররফ হোসেন, ফারজানা আক্তার মিশু, কামাল উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, ইসতিয়াক চৌধুরী, তৌহিদুল ইসলাম, অধ্যাপক জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম স্বপ্নীল। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা কাজী নজরুল ইসলাম।
আইআইইউসি: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখা ছাত্রলীগের উদ্যোগে গত ২২ মে বিকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে সমাজের অসহায় দুস্থ ও এতিম পথশিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র ছাত্রনেতা আসিফ ইকবাল সৌরভের সভাপতিত্বে এবং ছাত্রনেতা সামিল চৌধুরী ও শামসুত তালেবিন নবীনের যৌথ সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা জুবায়ের ইসলাম ডলারের তত্ত্বাবধানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাবরিনা চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিনিধি আবু নাছের জুয়েল,ইউপি সদস্য ফোরকান উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রনেতা মিফতাউল আনাস, তানভীর হোসেন সাকিব, সুব্রত শুভ, আদনান সিফাত, জিয়াউদ্দিন বাবলু, ইফতেখার আলম প্রিন্স, মোস্তফা তুসকি,সীতাকু- পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৭ নম্বর কুমিরা ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টিপু, মো. সাজ্জাদ, আব্দুল জাবের নাইম, সফিউল ইসলাম, রবিউল আলম, উচো মারমা, হাসান হাবিব মুরাদ, শাহাদাত রাসেল, আবু সাইদ রকি, সাকিব বিন কবির, সাইদ সোহান, মো. মহসিন খানসহ বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে সপ্তম সেমিস্টারের ছাত্রলীগ নেতৃবর্গ । এসময় বক্তারা ঐক্যবদ্ধ ছাত্রলীগের শক্তিতে সকলকে শক্তিশালী হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান ।
চবি ২০তম ব্যাচ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০তম ব্যাচের ইফতার মাহফিল গতকাল শুক্রবার আগ্রাবাদস্থ সাংগ্রিলা হোটেলে এশিয়ান উইম্যান ইউনিভার্সিটির প্রফেসর ড. মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সাইফুদ্দিন হাসান আলী, মামুন হোসেন, মো: ইফনুছ, মহসীন এম চৌধুরী, সাংবাদিক মনজুর কাদের মঞ্জু, মঈনুদ্দীন আহমদ বাবু, পারভীন আক্তার, মোরশেদ আলম, কবি সেলিনা সেলি, জাহাঙ্গীর আলম চৌধুরী ও শাহজাহানসহ ২০তম ব্যাচের শিক্ষার্থীরা সপরিবারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা ২০তম ব্যাচ এখনো আগের মতো আছি। একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
কাস্টমস বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার এসোসিয়েশন: গত বুধবার নগরীর জিইসি মোড়ে ইফকো কমপ্লেক্সের তৃতীয় তলায় জামান হোটেলে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলমের সঞ্চালনায় ও মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার ম. সফিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ফিউশন এক্সোসরিজ লিমিটেডের এমডি হোসাইন আল ওসমান, কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের উপ কমিশনার সাইফুর রহমান ও জাস এক্সোসরিজ লিমিটেডের এমডি আবদুল ওয়াজেদ সোহেল।
ইডেন ইংলিশ স্কুল : হাটহাজারী ইডেন ইংলিশ স্কুলের উদ্যোগে সমাজের অবহেলিত দুই শতাধিক শিশু কিশোরদের নিয়ে মাহে রমজানে ইফতার মাহফিল ও আলোচনা সভা ইডেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদের সভাপতিত্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাহনুর তাসনিম, সমাজসেবক মো. মোরশেদ, ইঞ্জিনিার এস এম নাছির উদ্দিন, ক্বারী মো. ইউসুফ, আবদুছ ছালাম, হাবিব, পিন্টু, মোশাররফ রাসেল, খালিদা রসিদ, ক্বারী শহিদুল্লাহ কায়সার, সুরাইয়া জাহান, মিসবাউল হক, জান্নাতুল কাওসার, বর্ণ তং চং, শহিদুল আলম প্রমুখ।
হালিশহর থানা ছাত্রলীগ : সংগঠনের উদ্যোগে বিডিআর মাঠস্থ সেভেন ক্লাবে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা হালিশর থানা ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন খোকা, অধ্যাপক ইসমাইল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাম ছামদানি জনি। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তসলিম চৌধুরী, কলিংস চৌধুরী, আরিফ খান, আলাউদ্দিন হোসেন, ওয়াসি খান পিয়াস, রিগ্যান আহমেদ, আরমান হোসেন, মাহফুজ আহমেদ ফাহিম, আকিব আহমেদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ শামীম, মো. সজীব, মো. নাবিব, অন্তর হোসেন, ইসমাইল হোসেন, আবু সুফিয়ান সাকিব, সাইমুন খান, মো. বাদশা, রুবেল দাশ, হাবিবুর রহমান, মো. আলী, মো. সুজন, মো. রাকিব, মো. মিজান, মো. রনি প্রমুখ।
মহানগর মহিলা আ. লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নসহ বাংলাদেশে যুগান্তকারী উন্নয়নের সাহসী ঠিকানা। আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নারীর ক্ষমতায়ন সহ আর্থ-সামাজিক উন্নয়নের সূচকে বাংলাদেশের অগ্রগতি ও অর্জনকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ ও প্রচেষ্টায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার চলমান লড়াই-সংগ্রামকে বেগবান করে একটি পরিশুদ্ধ, সমৃদ্ধ, শান্তি ও সম্প্রীতিময় সমাজ বিনির্মাণই আমাদের সকলের ধর্মীয়, নৈতিক ও মানবিক কর্তব্য। পবিত্র মাহে রমজান মাসে এই হোক আমাদের সমন্বিত ব্রত। তিনি গতকাল চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত রিমা কনভেনশন সেন্টারে দোয়া মাহফিল ও ইফতার পূর্ব আলোচনা সভায় এ কথাগুলো বলেছেন। মহানগর মহিলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে রমজানুল মোবারক জানিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইছি এবং তিনি যেন সুস্থ শরীর-মন নিয়ে এই জাতির উজ্জ্বল উদ্ধারে নিবেদিত হতে পারেন সেজন্য মহান আল্লাহতায়ালা তাঁকে যেন তৌফিক প্রদান করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আমাদের নারী শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতির সমান অংশীদার করেছেন। নারী আজ গৃহ সামলিয়ে বাইরে এসে সমাজ-প্রগতি ও কল্যাণে নিবেদিত হয়েছেন এবং জাতীয় উৎপাদন ও প্রবৃদ্ধির ক্ষেত্রে পুরুষদের সমান অবদান রাখছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, হঠাৎ করে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। এর বিরুদ্ধে রুদ্র প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। সভাপতির চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন চৌধুরী বলেছেন, আজ এই ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীসহ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত আছেন। কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবিহা নাহার মুছা, শফিকুল ইসলাম ফারুক, এড. ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট