চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামেও শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২০ | ১০:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তদের সনাক্তকরণ পরীক্ষা আগামীকাল রবিবার (২২ মার্চ) থেকেই শুরু হবে। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশনস ডিজিজ (বিটিআইডি) হাসপাতালে এই পরীক্ষা করা হবে। আজ শনিবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় করোনা শনাক্তকরণ কিট ইতোমধ্যেই চট্টগ্রামে পৌঁছেছে। করোনাভাইরাস পরীক্ষায় চট্টগ্রামের বিটিআইডিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কিটও আগামীকালের মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে আক্রান্ত রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামে এখনও কোনো কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি বলেও জানান তিনি।

বিটিআইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসান চৌধুরী জানান , ‘আমরা চট্টগ্রামের আশঙ্কাজনক ব্যক্তিদের নমুনা সংরক্ষণ করে ঢাকায় আইইডিসিআরে পাঠাচ্ছি। আজও দুইজনের  নমুনা পাঠালাম। আমরা আগামীকাল তিনজন কর্মকর্তা পাঠাব ঢাকায়। সেখানে ল্যাবরেটরি টেস্ট পরীক্ষার কিছু প্রশিক্ষণ হবে। আর এরপরই আমাদের এখানে পরীক্ষা শুরু হবে বলে জানান।

 

 

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট