চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবশেষে থার্মাল স্ক্যানার বসছে শাহ আমানতে

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২০ | ৫:২৯ অপরাহ্ণ

অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি থার্মাল স্ক্যানার মেশিন বসানোর কাজ শুরু হয়েছে। বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. শরীফ এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস প্রতিরোধে একটি থার্মাল স্ক্যানার মেশিন আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছেছে।  এটি স্থাপনের পর যাত্রীদের কেউ করোনা আক্রান্ত কিনা  তা শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে, জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, শাহ আমানত বিমানবন্দরকে প্রাধান্য  দিয়ে স্ক্যানারটি স্থাপন করা হচ্ছে। পরে চট্টগ্রাম সমুদ্র বন্দরেও থার্মাল স্ক্যানার স্থাপন করা হবে। অন্যদিকে, কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুতির অংশ হিসেবে হালিশহর পিএইচ আমিন একাডেমি স্কুল ও সিডিএ পাবলিক স্কুল পরিদর্শন করা হয়েছে।

এর আগে আজ সকাল নয়টায় চট্টগ্রামের সরকারি হাসপাতালের পরিচালকদের নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি জরুরি সভা হয়। সভায় করোনা মোকাবিলায় চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোর আইসোলেশন ইউনিটের ক্ষমতা বাড়ানো, আউটডোর রোগীদের জন্য আলাদা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট