চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

২৩ মে, ২০১৯ | ১:২০ অপরাহ্ণ

পূর্বকোণ ডেস্ক

কক্সবাজারে অস্ত্রসহ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

কক্সবাজারে মো. আব্বাস নামে এক বন্দুক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১০ টার দিকে সমিতিপাড়া বাজার ৭নং গলির রাস্তার পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। আব্বাস একই এলাকার ছাবের আহাম্মদ ওরফে ছাবের খলিফার ছেলে।

সদর থানার এসআই সুজন পূর্বকোণকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল সমিতি পাড়া এলাকায় আব্বাস নামে একজন দেশিয় বন্দুক ও মাদক ব্যবসায়ী রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তিনি অবৈধ বন্দুকের ব্যবসা ও পাচারে জড়িত রয়েছেন। একই সাথে ইয়াবা ট্যাবলেটও পাচার করেন। পুলিশ তাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে অস্ত্রের ক্রেতা সেজে কৌশলে আব্বাসকে আটক করা হয়েছে।

এসময় তার কাছ থেকে ১টি একনালা বন্দুক (আগ্নেয়াস্ত্র) ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, বন্দুক ও ইয়াবাসহ আটক আব্বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়া চলছে। তার সাথে এই অবৈধ ব্যবসায়ে কারা জড়িত আছে তাও খুঁজে বের করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট