চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পোস্টার, ব্যানার, ফেস্টুন সরানো শুরু

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ, ২০২০ | ২:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধিমালা প্রতিপালনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা শুরু করেছেন জেলা প্রশানসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা। গতকাল রবিবার ৫টি টিম নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে পোস্টার, ব্যানার, ফেস্টুন সরানো শুরু করেছেন তারা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), মো. তৌহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন স্থানে নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থী বা প্রার্থীর পক্ষে পোস্টার, ব্যানার, লিফলেট সাঁটানো হয়েছে। যা

নির্বাচন কমিশন আইনে নিষিদ্ধ। পোস্টার, ব্যানারসহ নিষিদ্ধ প্রচারপত্র অপসারণ করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের মেয়র ও কাউন্সিলর মনোনয়নপ্রত্যাশীদের ব্যানার, পোস্টার, পেস্টুন অপসারণ অভিযান ব্যাহত থাকবে। পৃথক পৃথক অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশানর (ভূমি) আবদুস সামাদ শিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আকতার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন টিম নগরীর ১২, ১৪, ১৫, ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৬, ৩৭ ও ৩৮ ওয়ার্ড পরিদর্শন করেন। পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে কোনো মামলা হয়নি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট