চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসএমসি এন্টারপ্রাইজের অনন্য উদ্যোগ প্রজনন স্বাস্থ্যবিষয়ক আলোচনা ও স্যানেটারী ন্যাপকিন বিতরণ

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:২৫ পূর্বাহ্ণ

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি, সোমবার চরলক্ষ্যা সিরাজুল মুনির ওয়াইজুন্নুর গাউসিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে বয়ঃসন্ধিকালে কিশোরীদের প্রজননস্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা ও স্যানেটারী ন্যাপকিন (জয়া) বিতরণ অনুষ্ঠিত হয়। কর্ণফুলি উপজেলা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক, সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন হাকিম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিভাগের কিউআইটি ও রিজিওনাল কনসালটেন্ট ডা. ছেহেলী নার্গিস। বিশেষ অতিথি ছিলেন, কর্ণফুলি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, এসএমসি ইস্ট ওয়েস্ট রিজিওন প্রধান কর্মকর্তা কাজী মো. জাফরুল্লাহ। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের বিক্রয় ব্যবস্থাপক আবদুল্লাহ-আল-মামুনের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন চরলক্ষ্যা সিরাজুল মুনির ওয়াইজুন্নুর গাউসিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল মোস্তফা মুনিরী। বক্তারা বয়ঃসন্ধিকালে কিশোরীদের নানাপ্রকার শারীরিক সমস্যা ও এর প্রতিকারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে লায়ন হাকিম আলি বলেন- ‘আমাদের মেয়েরা শিক্ষা-দীক্ষায় অনেকদূর এগিয়েছে। তাদের এগোনোর পথকে সুগম করতে হবে। ছাত্রীদের পড়াশোনা করে সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।’প্রধান অতিথি বলেন, ‘বয়ঃ সন্ধিকালে কিশোরীদের নানাপ্রকার শারীরিক সমস্যা হতে পারে। ওরা সংকোচবোধের কারণে তা প্রকাশ করে না। অথচ এটা অস্বাভাবিক কোন ব্যাপার নয়। এক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকা জরুরি। প্রধান আলোচক ডা. ছেহেলী নার্গিস বলেন, ‘বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটাটা খুবই স্বাভাবিক। ওই অবস্থায় অবহেলা করাটা একেবারে অনুচিত। তাতে ভবিষ্যতে বড় ধরণের শারীরিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কিশোরীদের এব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে। এবং যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ তিনি আরও বলেন- ‘পিরিয়ডের সময় মেয়েদের অনিরাপদ কিছু ব্যবহার করা অনুচিত। নিরাপদ স্যানিটারী ন্যাপকিন ব্যবহার করতে হবে। এনিয়ে কোন সংকোচ রাখা যাবে না।’-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট