চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সাক্ষাৎকারে ডা. শাহাদাত হোসেন

সরকারের সব অপকর্মের সমুচিত জবাব দিবে জনগণ

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে জনগণকে সাথে বিএনপি নির্বাচনী মাঠে থাকবে এবং সরকারের সব অপকর্মের সমুচিত জবাব দেয়ার কথা বলেছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার রাতে মেয়র পদে মনোনয়ন লাভের পর দৈনিক পূর্বকোণকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচন নিয়ে এ সরকারের ওপর জনগণের কোন আস্থা নেই। এ সরকারের দিনের ভোট রাতে গ্রহণ এবং ইভিএম নিয়ে সূক্ষ্ম কারচুপি সবই সাক্ষী জনগণ। তারপরও বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা বিশ্বাস করি ক্ষমতা পরিবর্তনের মূল চালিকা শক্তি হচ্ছে নির্বাচন। সুতরাং দেশের জনগণের পাশে থাকতে বিএনপি সব ধরণের ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত রয়েছে। এ কারণে বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে।

নির্বাচিত হলে চট্টগ্রাম শহরকে সুন্দর, পরিচ্ছন্ন, কমার্শিয়াল এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আধুনিক পর্যটন নগরীতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করে ডা. শাহাদাত হোসেন বলেন,ভৌগালিকগত কারণে চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ শহর। পর্যটন, গার্মেন্টসসহ নানা কারণে এ শহরের একটি ঐতিহ্য রয়েছে। এটিকে স্মার্ট ও হেলদি সিটিতে রূপান্তর করতে যা যা দরকার নির্বাচনে বিজয়ী হলে সবগুলোর উদ্যোগ নেওয়া হবে। বিএনপি থেকে মনোনয়ন লাভের প্রতিক্রিয়া ব্যক্ত করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি ছাত্র জীবন থেকে আমি রাজনীতি করে আসছি। এর পর ধারাবাহিকভাবে বিএনপির সাথে সম্পৃক্ত হয়েছি। পাশাপাশি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। এ রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। খেটেছি জেলও। বর্তমানে আমার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। রাজনীতির জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। সুতরাং দল থেকে আমার এ মনোনয়ন লাভের বিএনপির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা খুশি হয়েছে। মূলত আমাকে মেয়র পদে প্রার্থী করতে তাদের দাবি ছিল বেশি।’ চট্টগ্রাম শহরে প্রধান প্রধান সমস্যা এবং এগুলো সমাধানে বিজয়ী হলে তাঁর পদক্ষেপ কি হতে পারে এমন এক প্রশ্নের জবাবে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, রাস্তাঘাট সংস্কারহীন, অপরিকল্পিত উন্নয়ন কাজ, পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবসহ বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে তিনি সর্বাগ্রে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট