চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার-২০১৯’ এর জন্য প্রতিবেদন আহবান

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩৬ অপরাহ্ণ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, প্রখ্যাত সাংবাদিক লোকমান খান শেরওয়ানীর নামে প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০১৯’ এর জন্য প্রতিবেদন আহবান করা হয়েছে। এই পুরস্কার চালু করেছে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম একাডেমি’। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত বা প্রচারিত শিল্প, সাহিত্য, সংস্কৃতি ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষা বিষয়ক প্রতিবেদনের ওপর এ পুরষ্কার প্রদান করা হবে। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া উভয় ক্যাটাগরিতে দু’জন সাংবাদিককে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেয়া হবে একটি ক্রেস্ট, সনদ ও সম্মানী।

আগ্রহী সাংবাদিকদের উপর্যুক্ত বিষয়ে টেলিভিশন, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রচারিত বা প্রকাশিত প্রতিবেদনের তিনটি কপি অথবা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে তিনটি সিডি (স্ক্রিপ্টসহ) প্রচার ও প্রকাশের তারিখ, প্রতিবেদকের নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ ডাকযোগে অথবা সরাসরি মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি, তারাবানু ভবন, কদম মোবারক বাইলেন, মোমিন রোড, চট্টগ্রাম অথবা শৈলী, লুসাই ভবন, ৫ সিডিএ বা/এ, মোমিন রোড চট্টগ্রাম ঠিকানায় আগামী ২৮ মার্চ ২০২০-এর মধ্যে জমা দিতে অনুরোধ করা হয়েছে। খামের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ কথাটি উল্লেখ থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৮ ০১৬৫৮০ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট