চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

হেমাটোলজি সোসাইটির বৈজ্ঞানিক সেমিনার ইমপেরিয়াল হাসপাতালে

২১ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:৪৪ অপরাহ্ণ

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের হেমাটোলজি বিভাগের যৌথ উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নগরীর পাহাড়তলীস্থ ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। তিন পর্বের আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ডা. তারেক আল নাছির।

বক্তব্য রাখেন অধ্যাপক মো. আবদুল আজিজ, প্রফেসর ডা. মহিউদ্দিন আহমেদ, দিলসাদ জাহান, সিরাজাম মুনিরা, সহকারী অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম, ডা. আমিন লুৎফুল কবির, অখিল রঞ্জন বিশ্বাস, তাসনিম আরা, কামরুন হাসান, মারুফা আক্তার, ফাহমিদা আহমেদ প্রমুখ। সেমিনাওে থ্যালাসেমিয়া, হিমোফিলি, লিম্ফোমা, ব্লাড ক্যান্সার, রক্ত শূন্যতাসহ রক্ত রোগ বিষয়ে বিভিন্ন শাখায় দেশে ও বিদেশের সর্বশেষ চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন ও তার প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে রক্তরোগের পরীক্ষা ও চিকিৎসার বর্তমান চিত্র এবং তার উন্নতির উপায় তুলে ধরা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট