চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চবি’র নবীন বরণ অনুষ্ঠান

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৯ পূর্বাহ্ণ

বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি চবি গ্রন্থাগার মিলনায়তনে নবীন বরণ ও বঙ্গবন্ধু মেধা স্মৃতি স্মারক পুরস্কার-২০ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠান উদ্বোধন করেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচলক প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। উপাচার্য তাঁর ভাষণে বলেন, শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টিতে এ ধরনের অঞ্চলভিত্তিক সংগঠনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবীন-প্রবীণদের মাঝে সৃষ্টি হয় মেলবন্ধন। এসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম হোছাইনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শওকত আলীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দীন, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক রাজপতি দাশ এবং চবির প্রাক্তন ছাত্র মো. আমিরুল হক।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট