চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৪৯ পূর্বাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রধান কার্যালয়ের এজেন্ট এন্ড বুথ ব্যাংকিং ডিভিশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম উত্তর জোন ও চট্টগ্রাম দক্ষিণ জোনের যৌথ উদ্যোগে গত ১৪ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমি, চট্টগ্রাম রিজিওনাল সেন্টারের কনফারেন্স হলে এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়। সম্মেলন ও কর্মশালায় প্রধান মেহমান ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ মেহমান ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বোর্ড সেক্রেটারী জেকিউএম হাবিবুল্লাহ। আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট এন্ড বুথ ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলী, প্রধান কার্যালয়ের আইসিটিডব্লিউ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আগ্রাবাদ শাখা প্রধান মিয়া মোহাম্মদ বরকতউল্লাহসহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মো. নাইয়ার আজম।

ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের এজেন্ট আউটলেটের স্বত্ত্বাধিকারী ও নিয়ন্ত্রণকারী শাখা ব্যবস্থাপকগণ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে বিগত ২০১৯ সালের ফলাফল মুল্যায়ন, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ ও এর সমাধানের পরামর্শ প্রদান, চলতি ২০২০ সালের লক্ষ্য নির্ধারণ ও কর্মকৌশল প্রণয়নসহ তা বাস্তবায়নের সর্বাতœক প্রচেষ্টার অঙ্গীকার করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট