চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাতে হাতে নতুন বই, স্টলে ভিড় বই মেলায়

সিইউ ফ্রেন্ডস গ্রুপ লেখকদের গ্রন্থের মোড়ক উন্মোচন অন্যরকম উৎসবের আমেজে

ডেইজী মউদুদ

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:২২ পূর্বাহ্ণ

অমর একুশে বই মেলার ৬ষ্ঠ দিনে গতকাল অন্যতম আকর্ষণ ছিল সিইউ ফ্রে-স গ্রুপের লেখকদের প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ চবির প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে। তাহমিনা খুকু, কাজী রুনু বিলকিস, জুবিলি রহমান, জিন্নাহ চৌধুরী, ইউসুফ মুহম্মদ, বিচিত্রা সেন, ঝিনুক জোবায়দা, পারভীন লুসিদের উচ্ছ্বাস আনন্দ দেখে মনে হয়েছিল যেন এক টুকরো চবি ক্যাম্পাস এসে ভর করেছে একুশে বইমেলা প্রাঙ্গণে। তাদের প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন হবে, তারা সকলেই ব্যস্ত, কেউ অটোগ্রাফ দিচ্ছেন, ছবি তুলছেন, বই এর বিকিকিনি করছেন, বই উপহারও দিচ্ছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ও নজরুল বিশ^বিদ্য্যালয়ের সাবেক উপাচার্য মোহিত উল আলম। তিনি বলেন, ‘একটি গ্রন্থ প্রকাশ লেখকের জন্য অত্যন্ত আনন্দের। একটি সন্তান প্রসব করে একজন মায়ের যে অনুভূতি, একটি বই প্রকাশ অনেকটা লেখকের কাছে সে রকম অনুভূতির বহিঃপ্রকাশ। সিইউ ফ্রে-স গ্রুপের লেখকদের গ্রন্থ প্রকাশ অত্যন্ত আনন্দের বিষয়। শিক্ষার্থীরা কখনো সাবেক হয় না। শিক্ষার্থীদের অর্জন ও প্রাপ্তি শিক্ষকদের কাছে সবসময় আনন্দের। আজ বইমেলা অঙ্গণে এত লেখকের সমাবেশ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এ প্রসঙ্গে কথা হয় লেখক কাজী রুনু বিলকিসের সাথে। তিনি বলেন, ‘এই বইমেলা আমাদের প্রাণের মেলা। এবারের আয়োজন অত্যন্ত পরিচ্ছন্ন ও গোছানো।’ চবি বাংলা বিভাগের শিক্ষার্থী ঝিনুক জোবাইদা সেই সন্ধ্যা থেকেই মহাব্যস্ত তার শুভার্থীদের নিয়ে। তিনি জানান, ‘বইমেলা ধীরে ধীরে আমাদের প্রত্যাশা পূরণের দিকে এগুচ্ছে। গতবারের থেকে এবারের মেলা অনেক পরিচ্ছন্ন ও সুন্দর হয়েছে।’

মেলায় থরে থরে সাজানো বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টলগুলো। কালধারা, শৈলী, প্রথমা, খড়িমাটি, অক্ষরবৃত্ত, ইতিহাসের খসড়া, চন্দ্রবিন্দু, আবীর প্রকাশনসহ নানা স্টল। ইতিহাসের খসড়ার শামসুল হক বলেন, ‘আমি একুশের বইমেলায় এবারই প্রথম স্টল নিয়ে এসেছি। মেলার

আয়োজন এক কথায় অসাধারণ। তবে প্রকাশিত গ্রন্থের মান সম্পর্কে তিনি বলেন, ‘চটুল গ্রন্থের সংখ্যা তুলনামূলক বেশি, সৃজনশীল ও গবেষণাধর্মী গন্থের সংখ্যা অনেক কম।’ খড়িমাটির প্রকাশক মনিরুল মনির বলেন, ‘বই মেলায় এবার ঢাকা ও চট্টগ্রামের লেখকদের মোট ৮০ গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রায় ৫০টির মতো বই এসে গেছে। বাকিগুলো আসার অপেক্ষায়।’ মনির আরো বলেন, ‘মূলত বই এর কাটতি হবে একুশে ফ্রেবুয়ারির আগে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে।’ কবি জিন্নাহ চৌধুরীর মতে, ‘বই মেলার প্রসার দিন দিন বাড়ছে। বই কেনা এবং পড়ার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। এটি অত্যন্ত আনন্দের । শৈলী প্রকাশনায় বসে আড্ডা দি”িচ্ছলেন ছড়াকার ইফতেখার মারুফ। তিনি বলেন, ‘শৈলী প্রতিবছরই বই মেলায় অংশগ্রহণ করে। প্রতিবছরই থাকে নিত্য নতুন বই। এবারো প্রচুর নতুন গ্রন্থ নিয়ে এসেছে।’

সাধারণ দর্শক এবং পাঠকরা ও এসেছেন বইমেলায় । সপরিবারে এসেছেন জেলা প্রশাসক কার্যালয় চট্টগ্রাম এর জিডিএলজি ইয়াসমিন পারভীন তিবরিজী। উনিও সিইউর ছাত্রী। তিনি জানান, উনার বোনের বই বেরিয়েছে এবার। তাই এসেছেন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। প্রচুর বই কিনে বাড়ি ফিরছেন খুশিমনে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট