চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মালয়েশিয়াগামী ট্রলার ডুবি টেকনাফে আরও এক নারীর লাশ উদ্ধার

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কোস্টগাড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লে. নাঈমুল হকের নেতৃত্বে উদ্ধার অভিযানে থাকা কোস্টগার্ডের একটি দল ট্রলার ডুবির কাছাকাছি স্থান হতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন। এনিয়ে ট্রলার ডুবির ঘটনায় লাশের সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। আনুমানিক পঁয়ত্রিশোর্ধ বয়সী এই নারীর মৃতদেহটি উদ্ধারের পর টেকনাফ থানায় প্রেরণের প্রক্রিয়া চলছিল।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সাগর পথে মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিনের অদূরে পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ঘটনার দিন ১৫ জনের লাশ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ ছিল প্রায় অর্ধশতাধিক। ট্রলার ডুবির ঘটনায় পরদিন কোস্টগার্ড বাদি হয়ে ১৯ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করে। সেই মামলায় পুলিশ ইতিমধ্যে ৯ জনকে আটক করে কারাগারে প্রেরণ করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট