[এ যুদ্ধের লক্ষ্য অর্জিত হবে না, সামরিক চাপের মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনা যাবে না, নিরাপত্তাহীনতা থেকেই যাবে আর ইসরায়েলের আন্তর্জাতিক বর্বরতারও শেষ হবে না] আমরা হেরে গেছি। সত্য বলতেই হবে। এটি স্বীকার করার সক্ষমতা ইসরায়েলের ব্যক্তি এবং গণমানুষের অর্জন করতেই হবে। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতের কথা ভেবে। এটা মোটেই ভালো কিছু নয় যে, আমরা পরাজয় মেনে নেয়ার মানসিকতা ধারণ করতে না পেরে নিজেদের ‘মিথ্যা’ দিয়ে ঢেকে ফেলি। আমাদের কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলি, কেউবা নিজেদের প্রবোধ দেবার জন্যে সেই […]