ষাট, সত্তুর কিংবা আশির দশকে আমাদের প্রজন্ম যখন বেড়ে উঠেছে তখন বর্ষবরণে ‘মঙ্গল’ কিংবা ‘আনন্দ’ কোন শোভাযাত্রারই প্রচলন ছিল না। আমাদের সংস্কৃতির এই আঙ্গিকটি ব্যাপক প্রসারতা লাভ করে নব্ববইয়ের দশকে। প্রথমে ‘আনন্দ শোভাযাত্রা’ হিসেবে শুরু হলেও তা পরে ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিতি পায়। বাঙালির সর্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসবে এই শোভাযাত্রা একটি নতুন মাত্রা যোগ করে, তা ব্যাপকভাবে জনসমাদৃত হয় এবং জনসম্পৃক্ততা পায়। এই একটি পার্বণে ধর্ম, বর্ণ, গোত্র ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে বাঙালি এক কাতারে শামিল হওয়ার সুযোগ পায় এবং […]