বা ং লা নব বর্ষ কে আমরা বরণ করেছি। প্রতি বছরই এভাবে করি। এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতির অংগ। জানা যায়, হিজরী সনকে ভিত্তি করেই বাংলা সনের উৎপত্তি হয়েছে। মুঘল শাসনামলে স¤্রাট আকবর তার সভা জ্যোতিষী আমীর ফতেহউল্লাহ সিরাজীর পরামর্শে হিজরী ৯৬৩ সনকে বাংলা ৯৬৩ সন ধরে বছর গণনার নির্দেশ দেন। সূচনা করেন বাংলা নববর্ষ উদযাপনের। এ সমস্তই বহুল চর্চিত ইতিহাস। প্রতিটি পয়লা বৈশাখেই বাংলা নতুন বছরের শুভারম্ভ হয়। এদিন বিভিন্ন সংগঠন, সরকারী, বেসরকারী উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। উৎসবমুখর […]