নাছিমা আক্তার (ছদ্মনাম)। বিয়ের চার বছর পার হলেও এখন পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারেননি এ গৃহিণী। সন্তান লাভের আশায় চমেক হাসপাতালের গাইনি বিভাগের ইনফার্টিলিটি ওয়ার্ডে চিকিৎসা গ্রহণ করছেন তিনি। চিকিৎসক নিঃসন্তান এ নারীর প্রজনন অঙ্গ পরীক্ষার জন্য ‘ট্রান্সভ্যাজিনাল সনোগ্রাফি’ বা টিভিএস পরীক্ষার পরামর্শ দেন। যা বিভাগটিতেই করে থাকেন সংশ্লিষ্ট চিকিৎসকগণ। নাছিমা আক্তারের স্বামী পূর্বকোণকে বলেন, ‘নির্ধারিত সময় অনুযায়ী গত শনিবার টিভিএস নামক পরীক্ষাটি করার জন্য প্রস্তুতি নিয়ে গাইনি বিভাগে আসি। কিন্তু জানানো হয় পরীক্ষা করার মেশিনটি (আল্ট্রাসাউন্ড) নষ্ট। যার […]