১৫ বছরের মো. কামরুল হাসান আলভি। মা আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাঈমা সুলতানা ও বাবা বাশঁখালী আলাওল সরকারি কলেজের শিক্ষক আতাউর রহমান। নগরীর আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এই পরিবারের বসবাস। এবার এসএসসি পরীক্ষায় বসার কথা আলভির। সোমবার (২০ নভেম্বর) ফরম পূরণের নির্ধারিত দিন ছিল। জীবনের কি নিষ্ঠুর বাস্তবতা। প্রাণঘাতী ডেঙ্গু কেড়ে নিল তরতাজা এই কিশোরের প্রাণ। মুহূর্তেই শোকের কালোমেঘ নেমে আসলো এই পরিবারের উপর। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আলভির মৃত্যু হয়। ডেঙ্গু আক্রান্ত […]