চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট বর্ডার দিয়ে ভারত থেকে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলি। একদিন বাজার করতে গেলে আলু মাছ কিনে সেটি বাজারেই ফেলে আমাদের ক্যাম্পে গিয়ে সবাইকে খবর দিই এলাকায় হানাদার বাহিনী ঢুকেছে। সবাইকে নিয়ে আমরা অবস্থান নিলাম। সবাইকে বলে দিলাম আমি ফায়ার করবো। তোমরা কেউ ফায়ার করবা না। এই দিকনির্দেশনা দিলাম। আমরা দেখলাম সারিবদ্ধ অনেক আর্টিলারি গাড়ি। আমরা ফায়ার করলাম না। সাইডে চলে গেলাম। তবে সেখানে রয়ে গেছে নুরুল মোস্তফা। সে সাইডে না গিয়ে পিছু […]