চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকার টেরিবাজারে একটি কাপড়ের গোডাউন থেকে তালা ভেঙে ৬ লক্ষ টাকার থান কাপড় চুরির ঘটনায় শিশুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় গোডাউনের ২৯টি থান কাপড় উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন-বাঁশখালী থানার বটতলী পাহাড়ের গুনাগরির মো. মিন্টুর ছেলে মো. সাকিবুল ইসলাম (১৩) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত খোরশেদ আলমের ছেলে মো. রুবেল (৩৫)। মঙ্গলবার (২৭ মে) রাতে নগরের টেরিবাজারের ঐ গোডাউন থেকে তালা ভেঙে কাপড় চুরি নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় […]