চট্টগ্রাম শনিবার, ১২ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চবিতে ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন

চবিতে ৪৪৭ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬১তম যৌথ সভায় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রাক্কলিত ৪৪৭ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়।

 

আজ শনিবার (২৮ জুন) বিকেল আড়াইটায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়।

 

সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়।

 

সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্য ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, মোহাম্মদ আলী, মুখ্য সচিব ও সিন্ডিকেট সদস্য এম. সিরাজ উদ্দিন মিয়া, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, সিন্ডিকেট সচিব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

 

এছাড়াও সভায় অনলাইনে যুক্ত ছিলেন সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও রেক্টর ড. মো. ওমর ফারুক।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট