চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়া যুবলীগের সাবেক সভাপতি আরজুকে ধরে পুলিশে দিল জনতা
রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু

রাঙ্গুনিয়া যুবলীগের সাবেক সভাপতি আরজুকে ধরে পুলিশে দিল জনতা

অনলাইন ডেস্ক

২৮ জুন, ২০২৫ | ২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজুকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে নগরীর পাহাড়তলী এলাকা থেকে স্থানীয় জনতা তাকে ধরে থানা-পুলিশের কাছে তুলে দেয়।

 

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, গভীর রাতে আরজুকে স্থানীয় জনতা আটক করে আমাদের কাছে দিয়ে গেছে। তার নামে নগরের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। ফলে তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে।

 

আরজু সিকদারের নামে কয়টি ও কী অভিযোগে মামলা রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কোতোয়ালি থানার ওসি আবদুল করিম। তিনি বলেন, আমরা তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি খতিয়ে দেখছি।

 

জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর আরজু সিকদারের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা আরজু সিকদার রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট