সদ্য বিলুপ্ত ঘোষিত দক্ষিণ জেলার সকল উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিটের কমিটি গঠন করতে যাচ্ছে দক্ষিণ জেলা বিএনপি। এ লক্ষ্যে দলের আগ্রহী নেতৃবৃন্দের কাছ থেকে রাজনৈতিক বৃত্তান্ত জমা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্য সচিব হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন ৮ উপজেলা ও ৬ পৌরসভা ইউনিট কমিটি এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী পদ প্রত্যাশী নেতৃবৃন্দের রাজনৈতিক বৃত্তান্ত জমা নেওয়া হবে। এতে সকল আগ্রহী নেতৃবৃন্দ আগামী ৭ জুলাই থেকে ১০ জুলাইয়ের মধ্যে নিজের রাজনৈতিক বৃত্তান্তসহ আবেদন করতে পারবেন।
রাজনৈতিক বৃত্তান্তে প্রত্যেকের এনআইডি ও মোবাইল নম্বরসহ উল্লেখ করতে হবে। বিগত আন্দোলন-সংগ্রামে প্রত্যেকের ভূমিকা এবং তদসম্বলিত তথ্য ও স্থির চিত্র ক্যাপশনসহ সংযুক্ত করতে হবে। এছাড়াও প্রত্যেকটি আবেদন ও তদসংশ্লিষ্ট প্রমাণাদির পিডিএফ ফাইল ও হার্ডকপি জমা প্রদান করতে হবে। আগামী ৭ জুলাই থেকে ১০ জুলাই প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আবেদন গ্রহণ করা হবে। এই সময়ের মধ্যে পিডিএফ ফাইল আহ্বায়ক বা সদস্য সচিবের হোয়াটসঅ্যাপ নম্বরে এবং হার্ডকপি সরাসরি জমা প্রদান করতে হবে। নিম্নোক্ত নেতৃবৃন্দ উল্লেখিত কার্যাবলী সুচারুভাবে সম্পাদনে দায়িত্বে নিয়োজিত থাকবেন।
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক- ০১৭৩১-৩৬১৫০৭, রেজাউল করিম নেচার, যুগ্ম আহ্বায়ক -০১৭৮০-২৫৭২২২, সাইফুদ্দীন সালাম মিঠু, যুগ্ম আহ্বায়ক- ০১৮১৪-৩০৩৪৭৮, ফৌজুল কবির ফজলু, সদস্য- ০১৮৩২-৩৭৭৩০৯, সালেহ জহুর, সদস্য- ০১৮১৯-৬০৯৭০২ ও এম. মনছুর উদ্দিন, সদস্য- ০১৮১৫-৬০৬৪৪৯
পূর্বকোণ/ইবনুর