চট্টগ্রাম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালে আগুন

চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৫ | ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ইম্পেরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। রবিবার (২৯ জুন) ভোর ৪টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের আগুনের সূত্রপাত হয়।

 

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, হাসপাতালের আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আতঙ্ক ছড়ালেও রোগীদের কোনো ক্ষতি হয়নি।

 

তিনি আরও জানান, আগুনে প্রশাসনিক ভবনের নিচতলায় রাখা ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট