চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সন্দ্বীপে যুবলীগ কর্মীকে মারধর করে গুলি ছুড়ল সন্ত্রাসী

সন্দ্বীপ সংবাদদাতা

২২ জানুয়ারি, ২০২২ | ৬:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে আরিফুর রহমান জিকু নামে এক যুবলীগ কর্মীকে মারধররের পর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

হামলার শিকার আরিফুর রহমান জিকু বলেন, সকাল সাড়ে নয়টায় বাড়ি থেকে চৌধুরী বাজার যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে নামার বাজারে পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে মো. তসলিম চৌধুরী। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এর আধঘণ্টা পর তসলিম দেবীচরণ দীঘির পাড় কালী মন্দিরের সামনে থেকে বাজারের দিকে ৪ রাউন্ড গুলি ছুড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

জিকু বলেন, তসলিম পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে। আমাকে মারধর করার পর তার অবৈধ অস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি ছুড়ে। মাঝে মধ্যে সে এই বন্দুক নিয়ে মহড়া দিয়ে আবার সরে যায়।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল। মোহাম্মদ জাকির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

পূর্বকোণ/বণিক/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট