চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

লামায় পিকআপ উল্টে প্রাণ গেল হেলপারের

লামা সংবাদদাতা

১৭ এপ্রিল, ২০২১ | ৭:২২ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় পিকআপ উল্টে মো. মানিক (৩৫) নামে এক হেল্পার নিহত হয়েছেন। এঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। 

আজ শনিবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় গজালিয়া ইউনিয়নের ডিসি রোড সংলগ্ন নাপিতার ঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মানিক (৩৫) লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাপমারা ঝিরি এলাকার মো. শাহ আলমের ছেলে।

আহতরা হলেন- গজালিয়া ইউনিয়নের গাইন্ধা পাড়ার অংশৈহ্লা মার্মার ছেলে অংচিংশে মার্মা (৩০),  একই পাড়ার চিংহ্লা প্রু মার্মার ছেলে সুইহ্লাচিং মার্মা (৩৮) ও ধুংচাই মার্মার ছেলে থুইচাংপ্রু মার্মা (৩৫)।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মোহাম্মদ বলেন, হাসপাতালে আনার আগেই মানিকের মৃত্যু হয়েছে। আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গাইন্ধা পাড়ার বাসিন্দা জয় মার্মা বলেন, খালি পিকআপটি মাল আনার জন্য লামা থেকে গজালিয়া যাচ্ছিল। পথে গজালিয়া বাজারে নাপিতার ঝিরি এলাকায় পাহাড়ে নামার সময় গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লামা হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট