চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শাহজালালে ফের পৌনে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

শাহজালালে ফের পৌনে ৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২০ | ৬:৫১ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৮টি স্বর্ণবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ৭ কেজি ৮৮৮ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলোর বাজার মূল্য প্রায় পৌনে ৫ কোটি টাকা। আজ শুক্রবার (৬ নভেম্বর) শুল্ক গোয়েন্দা মহাপরিচালক মোহাম্মদ মুবিনুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। পরে সকাল পৌনে ৯টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি২৪৮ ফ্লাইট চার ঘণ্টা তল্লাশি করা হয়। এ সময় ফ্লাইটের টয়লেটের নিচের ব্যবহৃত টিস্যু পেপার রাখার বাক্সের নিচের চেম্বারে অভিনব উপায়ে লুকানো ৬৮টি স্বর্ণবার পাওয়া যায়।

মুবিনুল কবীর আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম ও বাজার মূল্য ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট