চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার ভুয়া সার্টিফিকেটে বিদেশ যাওয়ার চেষ্টা, শাহজালালে যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর, ২০২০ | ৫:২১ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার ভ্রমণের চেষ্টা করছিলেন নাসির উদ্দিন নামে এক যাত্রী। হাতে ছিল করোনা নেগেটিভ সার্টিফিকেট। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাদের তাকে দেখে সন্দেহ হলে তার স্বাস্থ্যসনদ যাচাই করা হলে দেখা গেল সেটি নকল। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট দেখার পাশাপাশি কর্মকর্তারা চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয়েও যোগযোগ করেন। দুই জায়গায় খবর পাওয়া গেল নাসির করোনা আক্রান্ত।

পরে বিদেশ গমনেচ্ছু নাসিরকে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে ভুয়া সার্টিফিকেট দেয়ায় তাকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির নির্দেশ দেন। নাসির বর্তমানে হাসপাতালে ভর্তি। গতকাল সোমবার (২ নভেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, বিকেলে কাতারের দোহাগামী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষার সময় নাসির উদ্দিনের রিপোর্ট দেখে কর্মকর্তাদের সন্দেহ হয়। তিনি নেগেটিভ সার্টিফিকেট দিলেও সেটি স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে দেখে যাচাই করলে সেখানে নাসিরকে করোনা পজিটিভ দেখানো হয়।

কর্মকর্তারা জানান, দোহাগামী যাত্রী নাসির চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেখানেও যাচাই করলে সিভিল সার্জন কার্যালয়ও নাসির করোনা আক্রান্ত বলে জানানো হয়। পরে তাকে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তির নির্দেশ দেয়া হয়।

 

 

 

পূর্বকোণ/আরপি

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট