চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সৌদিতে নেওয়ার সময় কোটি টাকার ইয়াবা জব্দ

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২০ | ১:৪৫ অপরাহ্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা সৌদিগামী রেডিমেট গার্মেন্টেসের রপ্তানি পণ্যের ৩টি কার্টুনের ভেতরে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এভসেক দল ও ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল যৌথ অভিযানে এগুলো জব্দ করে।

‘রপ্তানি কার্গোর নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় গার্মেন্টস পণ্যের সঙ্গে আনুমানিক ৩৮ হাজার ৯০০টি ইয়াবা জব্দ করা হয়’ বলে জানান তিনি।

মারুফুর রহমান জানান, পণ্য চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে কাস্টম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট