চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপ-নির্বাচন : প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম নিলেন ২৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২০ | ৯:২৭ অপরাহ্ণ

চার উপ-নির্বাচনে ২৩ জন প্রার্থী বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন। আজ বৃহস্পতিবার প্রথম দিনে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন তারা । আগামীকালও ফরম সংগ্রহ করা যাবে  এরপর আগামী রোববার আনুষ্ঠানিকভাবে চার উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ৫ জন, ঢাকা-১৮ আসনে ৬ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন এবং নওগাঁ-৬ আসনে ৯ জন সর্বমোট ২৩ জন নেতা মনোনয়ন ফরম ক্রয় করেছেন।  গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট