চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

গ্রেপ্তার শাহেদকে নিয়ে উত্তরার বাড়িতে অভিযান

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২০ | ১২:৫৮ অপরাহ্ণ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদকে নিয়ে ঢাকায় তার উত্তরার বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাবের একটি দল এ অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে, র‌্যাব সদস্যরা দুইটি শাবল নিয়ে ভেতরে ঢুকেছে। সেখানে হয়তো এমন কিছু লুকিয়ে রাখা হয়েছে, যা ভাঙতে হবে।

এর আগে করোনাভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসার নামে প্রতারণা আর জালিয়াতির মামলায় এক সপ্তাহ ধরে পলাতক মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে বুধবার ভোরে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

সাহেদ বোরকা পরে ভারতে পালানোর চেষ্টায় ছিলেন বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

সকাল ৯টার দিকে সাহেদকে ঢাকায় আনার পর উত্তরায় র‌্যাব সদরদপ্তরে রাখা হয়েছে।

গত ৬ জুলাই নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ, করোনা পরীক্ষার ভুয়া ফলাফল, সার্টিফিকেট দেওয়া ও রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের দু’টি হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতারণার সত্যতা মেলে। সেই সঙ্গে পাওয়া যায় গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য।

পরদিন গত ৭ জুলাই রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় এবং রাজধানীর উত্তরা ও মিরপুরের দুটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট