চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২৪৬ ফরাসি নাগরিক চার্টার্ড ফ্লাইটে প্যারিসে গেলেন

অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০২০ | ২:২২ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশি বংশোদ্ভূত ২৪৬ জন ফরাসি নাগরিক প্যারিস গেছেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

আজ বুধবার (২৪ জুন) বেলা ১১টা ৫ মিনিটে ঢাকার ফরাসি দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় চার্টার্ড ফ্লাইটটি ফ্রান্সের প্যারিসের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দেশে বেড়াতে এসে করোনা ভাইরাসের কারণে এসব ফরাসি নাগরিক আটকা পড়েছিলেন বলে জানা যায়। পরে ঢাকাস্থ প্যারিস দূতাবাসের সহযোগিতায় বিমানের ফ্লাইট ভাড়া নিয়ে তাদের প্যারিস পাঠানো হয়।

উল্লেখ্য, প্যারিসগামী এই ফ্লাইটে যেতে ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও সেখানে স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার।

এদিকে, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে বিমান জীবনুনাশক করা ও যাত্রীদের নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের যাত্রা করতে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট