চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

২০ কিলোমিটারজুড়ে যানজট, স্থবির ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২০ | ৮:২৮ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলেমিটার এলাকা যানজট লেগে আছে। আজ সোমবার (১৮ মে) দুপুরে মহাসড়কের দাউদকান্দির হাসানপুর, বিশ্বরোড, গাজীপুর, শহীদনগর, বারপাড়া, গৌরীপুর, হরিপুর এলাকায় যানজটের দৃশ্য দেখা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন জানান, মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী অপ্রয়োজনীয় গাড়ি আটকে দেওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল রোববার (১৭ মে) রাত ১২টা থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে পণ্যবাহী চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহাসড়কে গাড়ি রেখে অনেক চালক ঘুমিয়ে পড়েছেন। বিপাকে পড়েছেন রোগীবাহী গাড়ি, সবজিবাহী গাড়ির চালকসহ জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা। রমজানের মাস হওয়ায় অনেক রোজাদার মানুষও পড়েছেন বিপাকে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট