চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ডব্লিউএফপি
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ডব্লিউএফপি

রোহিঙ্গাদের জন্য ৩২ কোটি ডলার সহায়তা চেয়েছে ডব্লিউএফপি

অনলাইন ডেস্ক

১৭ মে, ২০২০ | ১২:১৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে দেশে জরুরি অবস্থায় লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। যে কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের রিকশাচালক, দিন মজুরসহ লাখ লাখ মানুষ। এ অবস্থায় জাতিসংঘের সতর্কবার্তায় দেশের চরম ক্ষতিগ্রস্ত, দু:স্থ এবং আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য ৩২ কোটি ডলারের জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি।

ভয়েস অব আমেরিকার এক সংবাদে জানানো হয়, জাতিসংঘ শুক্রবার ( ১৫ মে) সতর্ক করে দিয়ে বলেছে, গত ৫০ বছরে বাংলাদেশ যে উন্নয়ন অর্জন করেছে করোনার নেতিবাচক প্রভাবে তা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সতর্কবার্তার প্রেক্ষিতে ডব্লিউএফপি ৩২ কোটি ডলারের সহায়তা চেয়েছে বাংলাদেশের জন্য।

সংস্থাটি আরও বলেছে, আগামী ৬ মাস সময়কালের জন্য বাংলাদেশের ওই সাহায্যের প্রয়োজন হবে।

 সহায়তার ৩২ কোটি ডলারের ২০ কোটি ডলার ব্যয় করা হবে করোনার প্রভাবে চরমভাবে ক্ষতিগ্রস্থ বাংলাদেশি জনগণের জন্য। বাকি ১২ কোটি ডলার আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট