চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গণস্বাস্থ্যে করোনার আরটি-পিসিআর পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর শনিবার

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২০ | ১১:৩১ অপরাহ্ণ

দেশেই গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস পরীক্ষার কিট আগামী শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাফরুল্লাহ চৌধুরী জানান, আগামী শনিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলার মিলনায়তনে করোনাভাইরাস সংক্রমণ নিরুপনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ১৫ মিনিটে বহু প্রত্যাশিত GR Covid-19 Dot Blot সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য হস্তান্তর করা হবে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে।

প্রসঙ্গতঃ সরকারের কাছে গত ১১ এপ্রিল কিট হস্তান্তর করার কথা ছিল গণস্বাস্থ্য কেন্দ্রের। কিন্তু উৎপাদন চলাকালে বৈদ্যুতিক গোলযোগের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কিট উৎপাদন। ফলে প্রতিষ্ঠানটি ওই সময় সরকারকে কিট সরবরাহ করতে পারেনি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট